শিক্ষা প্রতিষ্টানের সংক্ষিপ্ত বর্ননা : অত্র বিদ্যলয়টি ২০১১ সালে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠত হয়ে ২০১১ সালে জাতীয়করন হয়। বিদ্যলয়টি সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার পূর্বইসলামপুর ইউনিয়নে অবস্থিত । এই বিদ্যলয়ে এক (০১) জন শিক্ষিকা কর্মরত আছেন । বিদ্যলয় ভবনটি একতলা। খেলার মাঠসহ মোট ভূমির পরিমান ৩০ শতাংশ ।
শিক্ষা প্রতিষ্টানের সংক্ষিপ্ত বর্ননা : অত্র বিদ্যলয়টি ২০১১ সালে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠত হয়ে ২০১১ সালে জাতীয়করন হয়। বিদ্যলয়টি সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার পূর্বইসলামপুর ইউনিয়নে অবস্থিত । এই বিদ্যলয়ে এক (০১) জন শিক্ষিকা কর্মরত আছেন । বিদ্যলয় ভবনটি একতলা। খেলার মাঠসহ মোট ভূমির পরিমান ৩০ শতাংশ ।
ম্যানেজিং কমিটির তথ্য
১। বাবু সৈলেন চন্দ্র নাথ সভাপতি
২। সুবেশ চন্দ্র নাথ সহ সভাপতি
৩। ফাতিমা বেগম সদস্য সচিব
৪। সবিতা রানী শর্ম্মা সদস্য
৫। নিরেশ চন্দ্র নাখ সদস্য
৬। আলা উদ্দিন সদস্য
৭। জয়নাল আবেদীন সদস্য
৮। ওমর ফারুক সদস্য
৯। ফনি চন্দ্র সদস্য
১০। হালিমা বেগম মহিলা সদস্য
কোন তথ্য নাই
যোগায়োগ : উপহজলা সদর থেকে মোটর সাইকেল অথবা পায়ে হেটে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস